AB Bank
  • ঢাকা
  • বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিবের বিরুদ্ধে দুদকের মামলা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৪২ এএম, ২৮ জুলাই, ২০২৫

শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিবের বিরুদ্ধে দুদকের মামলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক (ববি)-এর বিরুদ্ধে প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১২ কোটির বেশি টাকার সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের একটি নির্ভরযোগ্য সূত্র সোমবার (২৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগের দিন, রোববার (২৭ জুলাই), দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থার উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, রাদওয়ান মুজিব নিজের নামে ২ কোটি ৮৯ লাখ টাকার বেশি অপ্রত্যাশিত ও অজানা উৎসের সম্পদ অর্জন করেছেন, যা তার ঘোষিত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার কোনো বৈধ ব্যবসা বা আয়বর্ধক কর্মকাণ্ড না থাকলেও তিনি ৩টি ব্যাংক হিসাবের মাধ্যমে ১২ কোটি ৪৮ লাখ টাকার বেশি আর্থিক লেনদেন করেছেন, যা আইন অনুযায়ী সন্দেহজনক ও অসঙ্গতিপূর্ণ।

এই মামলায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এর আগে চলতি বছরের ১০ মার্চ পূর্বাচলে ৬০ কাঠা জমি বরাদ্দসংক্রান্ত অনিয়মের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার পরিবারের সদস্য, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর প্রাক্তন একান্ত সচিব সালাউদ্দিন, ও গৃহায়ন মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তা মিলিয়ে ৮টি আলাদা অভিযোগপত্র দাখিল করে দুদক। এই অভিযোগগুলোর একাধিকটিতে রাদওয়ান মুজিব সিদ্দিকও আসামি।

এছাড়া, ১৭ জুলাই দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের আরেকটি বড় মামলায় শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা ও রাদওয়ানের চাচা তারিক আহমেদ সিদ্দিক এবং তার স্ত্রী ও দুই কন্যার বিরুদ্ধে ৬২ কোটির বেশি টাকার অবৈধ সম্পদ ও ব্যাংক লেনদেনের অভিযোগে চারটি মামলা করা হয়। মামলাগুলোতে তারিক সিদ্দিকের নামে ২৮ কোটির বেশি, তার স্ত্রীর নামে ২৫ কোটির বেশি এবং দুই কন্যার নামে যথাক্রমে ৩ কোটি ৩৭ লাখ ও ৪ কোটি ২ লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগ রয়েছে।

 

একুশে সংবাদ/স.ট/এ.জে

Link copied!