AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএসবির চেয়ারম্যান খায়রুল বাশার ১০ দিনের রিমান্ডে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৩১ পিএম, ১৫ জুলাই, ২০২৫

বিএসবির চেয়ারম্যান খায়রুল বাশার ১০ দিনের রিমান্ডে

অর্থপাচার মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশার বাহারকে ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত বিচারক মো. ছানাউল্লাহ এ আদেশ দেন।

সেদিন আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক (এসআই) খালিদ সাইফুল্লাহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন ও কাইয়ুম ইসলাম নয়ন।

অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী কাজী আনিসুর রহমান ও মারুফা আক্তার জামিনের আবেদনসহ রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের বক্তব্য শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, খায়রুল বাশার, তার স্ত্রী খন্দকার সেলিমা রওশন ও ছেলে আরশ ইবনে বাশার বিদেশে উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন।

বলা হয়, ১৪১ জন শিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য বিদেশ পাঠানোর কথা বলে ১৮ কোটি ২৯ লাখ ৫৭ হাজার ৬৮০ টাকা গ্রহণ করে আত্মসাৎ করেন তারা।

এ ঘটনায় গত ৪ মে সিআইডির উপ-পরিদর্শক রুহুল আমিন বাদী হয়ে গুলশান থানায় অর্থপাচারের অভিযোগে মামলাটি দায়ের করেন।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!