রাজধানীর সচিবালয়ে প্রবেশ করে গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে অজ্ঞাতনামা প্রায় ১,২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত মামলাটি গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৮ আগস্ট দিন ধার্য করেন।
মামলাটি করেন বাংলাদেশ সচিবালয় নিরাপত্তা বিভাগের উপপরিদর্শক (এসআই) গোলাম মুক্তি মাহমুদ। তিনি মঙ্গলবার রাতে রমনা মডেল থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় ঢাকার বিভিন্ন কলেজের অজ্ঞাতনামা শিক্ষার্থী ও কিছু ‘স্বার্থান্বেষী দুষ্কৃতকারী’-কে অভিযুক্ত করা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, ২২ জুলাই একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটে যাওয়া দুর্ঘটনার জেরে শিক্ষার্থীরা ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করেন। প্রথমে তারা শিক্ষাভবনের সামনে অবস্থান নিলেও পরে সচিবালয়ের মূল ফটকের সামনে জড়ো হন। নিরাপত্তার কারণে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়।
অভিযোগে বলা হয়, পুলিশি অনুরোধ উপেক্ষা করে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের গেটে এসে হামলা চালান এবং একপর্যায়ে গেট ভেঙে ভিতরে প্রবেশ করেন। বাধা দিলে তারা লাঠিসোটা ও ইটপাটকেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা চালান, যার মধ্যে সেনাবাহিনী ও আনসার সদস্যও ছিলেন। এতে বেশ কয়েকজন আহত হন।
এছাড়া সরকারি গাড়ি ভাঙচুর, ভীতিকর আচরণ ও হুমকির অভিযোগও আনা হয়েছে মামলায়।
একুশে সংবাদ/চ.ট/এ.জে