গাজীপুরের নাওজোর এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি, নিরাপদ সড়ক ও সড়ক দুর্ঘটনার প্রতিবাদে শনিবার (১৩ ডিসেম্বর) সকাল পৌনে দশটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক আংশিকভাবে বন্ধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা মহাসড়ক আধাঘণ্টা বন্ধ রাখায় ওই এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়। মানববন্ধনে স্কুল-কলেজের শিক্ষার্থী, স্থানীয়রা এবং বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক অংশ নেন। পরে তারা মহাসড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বডি ফ্যাশন ও আইসিএল কারখানার সিইও সাব্বির আহমেদ বলেন, “নাওজোর এলাকায় নিরাপদভাবে সড়ক পারাপারের কোনো ব্যবস্থা নেই। এতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। অনেক শ্রমিক এবং স্থানীয় মানুষ আহত হচ্ছে বা প্রাণ হারাচ্ছে। ফ্লাইওভারের পাশের জায়গায় একটি ফুটওভার ব্রিজ নির্মাণ খুবই জরুরি।”
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, “এলাকাবাসী ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন করেছেন। মহাসড়কে প্রায় ১০-১৫ মিনিট যানবাহনের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে তারা নিজ উদ্যোগে রাস্তা খালি করে যান চলাচল স্বাভাবিক করে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

