AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উৎসবমুখর পরিবেশে ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন


Ekushey Sangbad
গাজী তাহের লিটন, ভোলা জেলা প্রতিনিধি
১০:৫৮ এএম, ১৩ ডিসেম্বর, ২০২৫

উৎসবমুখর পরিবেশে ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

আনন্দমুখর পরিবেশে ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ভোলা প্রেসক্লাব অডিটরিয়ামে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে।

এবারের নির্বাচনে ১১টি পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৩৪ জন ভোটারের মধ্যে ৩৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট দিতে আসা সাংবাদিকরা জানান, দীর্ঘদিন পর অনুষ্ঠিত এ নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনে নতুন প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করেন, পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংগঠনের ঐক্য এবং কার্যক্রমের উন্নয়নে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে।

ভোটগ্রহণ শেষে বিকাল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নজরুল হক অনু আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে সভাপতি পদে জুন্নু রায়হান ১৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হারুন অর রশীদ ও মিজানুর রহমান পেয়েছেন ৮ ভোট করে।

সাধারণ সম্পাদক পদে এম. হেলাল উদ্দিন ২১ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী এইচ. এম. জাকির পান ১০ ভোট।

সহ-সভাপতি পদে কামরুল ইসলাম ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী বিল্লাল হোসেন পান ১২ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে আরিফ হোসেন লিটন ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে মলয় চন্দ্র দে পান ৬ ভোট এবং ফরিদুল ইসলাম পান ৫ ভোট।

অর্থ সম্পাদক পদে জুয়েল সাহা বিকাশ ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোকাম্মেল মিশু পান ১২ ভোট।

দপ্তর সম্পাদক পদে ইমতিয়াজুর রহমান ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মনসুর আলম পান ১৫ ভোট।

এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ মহিউদ্দিন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনজুর আলম একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন—জসিম রানা (২২ ভোট), সিদ্দিকুল্লাহ (২০ ভোট) ও ছোটন সাহা (১৪ ভোট)।নির্বাচন কমিশনকে সহযোগিতা করেন কমিশনার নাসির লিটন ও অচিন্ত্য মজুমদার।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!