মৌলভীবাজারের জুড়ী উপজেলায় অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার পূর্ব বেঁলাগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে চার জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়।
পূর্ব বেঁলাগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে এবং প্রাক্তন শিক্ষার্থী হাবিবুর রহমান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও শিক্ষাবিদ তাজুল ইসলাম (তারা মিয়া)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, জাঙ্গিরাই দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুর রহিম সরকার, ভূকশিমইল কলেজের শিক্ষক প্রভাষক জহিরুল ইসলাম সরকার, কচুরগুল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জামাল হোসেন, বেঁলাগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এরশাদ আলী, ইউপি সদস্য আবুল কাশেম, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন এবং জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম। এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মতিউর রহমান, লিয়াকত আলী, সাইফুল আলম, সাইফুর রহমান জমির, সুরুজ আলী, কামাল হোসেন মিন্টু, সুরুজ মিয়া, আনোয়ার হোসেন আকাশ, হেলাল আহমদ এবং নাসির হোসেন প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষ্ণনগর-বাছিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম সাইফ।
সংবর্ধিত শিক্ষকরা হলেন—বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মো. শেখ ফরিদ, সহকারী শিক্ষক মো. আবুল কাশেম, মো. মেহের আলী এবং মো. মইয়ব আলী।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

