AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভূরুঙ্গামারীতে কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত



ভূরুঙ্গামারীতে কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভূরুঙ্গামারী সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।

বৃত্তি পরীক্ষায় ভূরুঙ্গামারী উপজেলার আর হেরা ইসলামী একাডেমি ও লিটল অ্যাঞ্জেল স্টাডি হোম—এই দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ১৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। নির্ধারিত সময় অনুযায়ী শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন হয়। পরীক্ষার সার্বিক তদারকিতে শিক্ষকবৃন্দ ও আয়োজক কমিটির সদস্যরা দায়িত্ব পালন করেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা যাচাইয়ের পাশাপাশি পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলাই এই বৃত্তি পরীক্ষার মূল উদ্দেশ্য। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বৃহৎ পরিসরে করার আশাবাদ ব্যক্ত করেন তারা।

অভিভাবকরাও এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!