সিরাজগঞ্জের রায়গঞ্জে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে উপজেলার ধুবিল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য ও সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাহিদ মান্নান লেনিন।
এ সময় তিনি বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার প্রতীক। আজ তিনি মারাত্মক অসুস্থ। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি এবং খুব শিগগিরই দেশনেত্রীকে জনগণের মাঝে ফিরে পাব—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “বিএনপির প্রতিটি স্তরের নেতা-কর্মীরা আজ ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করে যাচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আমরা রাজপথে আছি এবং থাকব। কোনো দমন-পীড়ন আমাদের আন্দোলনকে থামাতে পারবে না।”
দোয়া মাহফিলে অন্যান্য বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। আমরা তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মহর। শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

