মানবতাবিরোধী অপরাধ, রাষ্ট্রদ্রোহ ও গণদমন-নিপীড়নের অভিযোগে স্বেচ্ছাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায়কে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে মোংলায় অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে সোনাইলতলা ইউনিয়ন থেকে মোংলা প্রেসক্লাব চত্বর পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ সড়কে দলটির নেতাকর্মীরা অবস্থান নেন। ব্যানার-ফেস্টুন হাতে কর্মসূচিতে অংশ নিয়ে নেতাকর্মীরা দলীয় সিদ্ধান্তে রাজনৈতিক প্রতিরোধের ঘোষণা দেন।
অবস্থান কর্মসূচির নেতৃত্ব দেন উপজেলা নায়েবে আমীর, সাবেক ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট ও লেখক অধ্যাপক মো. কোহিনুর সরদার।
তিনি বলেন, “জাতির সম্পদ লুট, গণতন্ত্র হত্যা, বিরোধী মত দমন এবং রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণের দায় কেউ এড়াতে পারে না। বিচার বিভাগকে প্রভাবিত করে দেশকে একদলীয় দুঃশাসনের দিকে ঠেলে দেওয়ার ফলেই সারা দেশে ক্ষোভের বিস্ফোরণ ঘটছে।”
তিনি আরও বলেন, “অবিচার ও রাষ্ট্রীয় নিপীড়নের দায় যারা বহন করেছে, তাদের বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত না হলে মানুষ শান্তি পাবে না। যে কোনো নাশকতা বা উসকানিমূলক কার্যক্রম রোধে জামায়াতের নেতাকর্মীরা মাঠে থাকবে।”
কর্মসূচিতে স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাসহ শতাধিক কর্মী-সমর্থক অংশ নেন। এ সময় পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন পয়েন্টে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

