ইরান ওমান উপসাগরের উপকূল থেকে একটি তেলবাহী জাহাজ আটক করেছে। ইরানের রাষ্ট্রায়ত্ত মিডিয়া জানায়, জাহাজটিতে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মোট ১৮ জন নাবিক ছিলেন।
ফার্সি সংবাদ সংস্থার বরাত দিয়ে খবরটি জানিয়েছে, আটক হওয়া ট্যাঙ্কারটি ৬০ লাখ লিটার ডিজেল বহন করছিল। ইরান দাবি করেছে, জাহাজটি অবৈধভাবে জ্বালানি পাচার করছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, আটক হওয়ার আগে জাহাজটি নেভিগেশন সিস্টেম ইচ্ছাকৃতভাবে বন্ধ করে রেখেছিল।
ইরান নিয়মিতভাবে উপসাগরে অবৈধ জ্বালানি পরিবহনের অভিযোগে জাহাজ আটক করার ঘোষণা দিয়ে থাকে। বিশেষ করে ইরানে খুচরা জ্বালানির দাম বিশ্বের অন্যান্য দেশের তুলনায় খুব কম হওয়ায়, এ ধরনের জ্বালানি পাচার অর্থনৈতিকভাবে লাভজনক হয়ে থাকে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

