গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম) আদালতের মূল ফটকের সামনে দুটি ককটেল সদৃশ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ বিস্ফোরণের শব্দ শোনা যায়।
বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সরোয়ার হোসেন জানান, রাত ৯টার কিছু পর মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা আদালতের সামনের সড়কে দুটি বিস্ফোরক নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।
তিনি বলেন, “এগুলো ককটেল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বিস্ফোরকগুলোতে গানপাউডারের মতো কিছু উপাদান ছিল।”
তিনি আরও জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
ঘটনার পর থেকে আদালতপাড়া ও আশপাশের এলাকায় পুলিশ ও সেনা সদস্যদের টহল জোরদার করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

