আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন চট্টগ্রাম-৮ আসনের এনসিপি মনোনীত প্রার্থী জুবাইরুল হাসান আরিফ।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে উপজেলার একটি স্থানীয় রেস্টুরেন্টে ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থীর সৌজন্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এনসিপি বোয়ালখালী উপজেলা প্রধান নির্বাচনীয় সমন্বয়কারী কাজী মোহাম্মদ ইয়াছিনুর রহমানের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রার্থী জুবাইরুল হাসান আরিফ তাঁর নির্বাচনী ভাবনা তুলে ধরেন এবং সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, বাংলা টিভির প্রতিনিধি শাহ আলম বাবলু, সাংবাদিক কাজী আয়েশা ফারজানা, তাজুল ইসলাম মানিক এবং এম মনির চৌধুরী রানা।
এ সময় এনসিপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ রাফসান জানি, চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সদস্য মোহাম্মদ সেলিম এবং বোয়ালখালী উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ আবরার হাবিব।
এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপির স্থানীয় নেতাকর্মী ও সদস্যরা, যাদের মধ্যে সাইমুল হক, জাহিদুল ইসলাম, মোহাম্মদ জিহাদ, মোহাম্মদ ইসমাইল ও আক্তার আশিকি উল্লেখযোগ্য।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

