গাজীপুরের শ্রীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন হঠাৎ নষ্ট হয়ে যাওয়ায় ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কাওরাইদ স্টেশনের কাছাকাছি এ ঘটনা ঘটে।
যাত্রীদের বরাতে জানা যায়, ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশে ছাড়ার পর বলাকা কমিউটার কাওরাইদ স্টেশনে প্রবেশ করে এবং স্টেশন ত্যাগের কিছুক্ষণ পরই ইঞ্জিনে প্রচণ্ড শব্দ হয়। মুহূর্তেই ট্রেনের গতি কমে আসে এবং তেল-মবিল ছিটকে পড়ে যাত্রীদের গায়ে।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. শামীম জানান, ইঞ্জিন অকেজো হয়ে পড়ায় ঢাকা ও ময়মনসিংহমুখী সব ট্রেন চলাচল স্থগিত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে বিকল্প ইঞ্জিন পাঠানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ইঞ্জিন বিকল থাকায় স্টেশনগুলোতে বেশ কয়েকটি ট্রেন অপেক্ষমাণ রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

