বিএনপি`র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে গালাগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুল বাতেন, যুগ্ম আহ্বায়ক এড. নজরুল ইসলাম ইসমাইল, গালাগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম সরকার, সদস্য সচিব ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট রফিকুল ইসলাম তালুকদার, গালাগাঁও ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ইয়াসিন আলী, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজ্জাক মাস্টার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী এবং বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

