বরিশাল জেলার উজিরপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা বিভিন্ন জনবহুল বাস স্টেশনে শীতবস্ত্র বিতরণ করে আবারো প্রশংসা কুড়িয়েছেন।
নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা উজিরপুরের ইউএনও হিসেবে গত বছর যোগদান করেন। মাত্র এক বছরে তিনি মাঠ পর্যায়ে শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে গিয়ে পড়াশোনার খোঁজখবর, শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন সংক্রান্ত সরাসরি তদারকি, মাদক নির্মূল কার্যক্রম পরিচালনা, সরকারি প্রকল্পসহ বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে পূর্বের সকল কর্মকর্তার রেকর্ড ভাঙেন।
তার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে শনিবার (৬ ডিসেম্বর) রাতে তিনি ঢাকা-বরিশাল মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে অসহায় ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন। এতে তিনি দল-মত নির্বিশেষে সকলের প্রশংসা কুড়িয়েছেন।
এর আগে মোঃ আলী সুজা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আকর্ষিক পরিদর্শন করে ফাঁকিবাজ ও দুর্নীতিবাজ শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কারণে দেশের মিডিয়াতে ভাইরাল হয়েছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

