বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের উদ্যোগে পুঠিয়া নির্বাচনী কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুঠিয়ার ২৫টি মাদরাসার ৩৭২ জন শিশু হাফেজ অংশ নেন এবং তারা সম্মিলিতভাবে ১০০ বার কোরআন খতম করেন। পরে দেশনেত্রীর রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
অধ্যাপক নজরুল ইসলাম অনুষ্ঠানে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর সুস্থতা কামনায় নিষ্পাপ শিশু হাফেজদের মাধ্যমে এই মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের মানুষ তাঁর জন্য দোয়া করছে, যা প্রমাণ করে তিনি এখনও কোটি মানুষের হৃদয়ের নেতা।”
দোয়া মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণও কামনা করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

