AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৪৫ পিএম, ৬ ডিসেম্বর, ২০২৫

স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের মোট ১২০ জন চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে উন্নীত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সেবা বিভাগের যুগ্মসচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে পদোন্নতির এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশ এবং রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর চিকিৎসকদের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৪র্থ গ্রেডে সহযোগী অধ্যাপক (সুপারনিউমারারি) পদে উন্নীত করা হয়েছে।

নতুন পদে দায়িত্ব পেলেও আপাতত তারা পূর্বের কর্মস্থলেই দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে জানিয়ে আগামী ১১ ডিসেম্বরের মধ্যে পদোন্নতির যোগদানপত্র স্বাস্থ্য সেবা বিভাগে পাঠাতে বলা হয়েছে।

সুপারনিউমারারি পদে নিয়োজিত চিকিৎসকদের সংশ্লিষ্ট বিধি ও শর্ত মানতে হবে। পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত তাদের কেউই বদলি বা কর্মস্থল পরিবর্তন করতে পারবেন না। তবে যারা লিয়েন, প্রেষণ, শিক্ষা ছুটি বা মাতৃত্বকালীন ছুটিতে আছেন—ছুটি শেষে তাদের পদোন্নতি কার্যকর হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কোনো চিকিৎসকের বিষয়ে ভবিষ্যতে নেতিবাচক তথ্য পাওয়া গেলে প্রয়োজন হলে প্রজ্ঞাপন সংশোধন বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষের রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!