AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নানা আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস পালিত


Ekushey Sangbad
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
০৭:২৮ পিএম, ৬ ডিসেম্বর, ২০২৫

নানা আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস পালিত

৬ ডিসেম্বর কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।

জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সকল সাংস্কৃতিক সংগঠন, মহিলা পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স থেকে একটি বিজয় শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভ চত্বরে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, বীর মুক্তিযোদ্ধা মেজর অবঃ আব্দুস সালাম, বীর-প্রতিক আব্দুল হাই, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মোহাম্মদ নুরুজ্জামান ও উপজেলা কমান্ডার আব্দুল বাতেন প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন কুড়িগ্রামের সকল সাংস্কৃতিক সংগঠনের পক্ষে শামসুল ইসলাম সুমন, শ্যামল ভৌমিক, সুব্রত রায়, দুলাল বোস, শাহানুর রহমান, ইমতে আহসান শিলু, সাতকড়ি রায় নিলু, মোস্তাফিজার রহমান এবং মহিলা পরিষদের পক্ষে রওশনারা চৌধুরী, প্রতিমা রায় চৌধুরী সহ অন্যান্যরা।

বক্তারা ৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে বীর-মুক্তিযোদ্ধাদের সরাসরি আক্রমণে পাক সেনারা কুড়িগ্রাম থেকে পালিয়ে গেলে কুড়িগ্রাম হানাদার মুক্ত হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!