নারী-পুরুষের বৈষম্য নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন বলিউড আইটেম গার্ল মালাইকা অরোরা। নিজের জীবন নিয়ে তাকে কম কটাক্ষ সইতে হয়নি, এমনকি সে সময়ও তিনি লিঙ্গবৈষম্যের শিকার হয়েছেন।
মালাইকা বলেন, “প্রতিদিন আমার জীবন নিয়ে কাটাছেঁড়া চলে। কী করছি, কেন করছি—সবকিছু নিয়ে প্রশ্ন ওঠে। বিবাহবিচ্ছিন্ন কোনো পুরুষ যদি দ্বিতীয়বার তার অর্ধেক বয়সী কোনো নারীর সঙ্গে বিয়ে করেন, প্রশংসিত হন। কিন্তু একই কাজ একজন নারী করলে, সবাই প্রশ্ন তোলে—এটা কি করা উচিত?”

অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কের সময় মালাইকাকে লাগাতার কটাক্ষ সহ্য করতে হয়েছে। তিনি নাম উল্লেখ না করলেও, সাক্ষাৎকারে ব্যবহার করা আক্রমণাত্মক ভঙ্গি দেখে সবাই বুঝেছেন যে মন্তব্যটি আরবাজকে উদ্দেশ্য করে বলা হয়েছে।

উল্লেখ্য, ১৯ বছরের দাম্পত্য ভেঙে বের হওয়ার পর আরবাজ দ্বিতীয় বিয়ে করেছেন তার অর্ধেক বয়সী সুরা খানকে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

