নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খান (জোহা) এর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১০টায় পত্নীতলা উপজেলায় নজিপুর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে (হাইস্কুল) ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা এবং মোটরসাইকেল আরোহীরা সমবেত হন। পরে নজিপুর বাসস্ট্যান্ডে শোডাউনটি দাঁড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের পত্নীতলা উপজেলা মডেল কেয়ারটেকার মাও. ওমর ফারুক।
এরপর মোটরসাইকেল শোভাযাত্রা নজিপুর বাসস্ট্যান্ড থেকে উপজেলার শিবপুর হাট-মধইল বাজার, ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন, আমাইতাড়া, ধামইরহাট সদর, মঙ্গলবাড়ী হয়ে আবারো পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
এ সময় নওগাঁ-২ আসনের বিএনপির নেতা সামসুজ্জোহা খানের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি শামিমা পারভীন পলি, পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোকছেদুল হক সিরি, উপজেলা বিএনপির সহসভাপতি সাদেকুল বারী, নজিপুর পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও রমজান আলী, উপজেলা মহিলা দলের সভাপতি মরিয়ম বেগম শেফা, নজিপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এজেড মিজান ও আব্দুল্লাহ আল মাসুম, যুবদলের নেতা আবদুল কাদের, শাহির হোসেন শিপু, সাবেক ছাত্রদলের নেতা মেহেদী হাসান প্রমুখ।
পত্নীতলা-ধামইরহাট উপজেলার পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের প্রায় ২০ হাজার নেতা-কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এতে ১১ হাজারের বেশি মোটরসাইকেল আরোহী নির্বাচনী আনন্দ শোভাযাত্রায় অংশ নেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

