পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা শূন্যরেখা সীমান্ত দিয়ে তিন বাংলাদেশীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার বিকেলে বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি সীমান্তের মেইন পিলার ৭৩২-এর ১ নম্বর সাবপিলার এলাকায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।
ফেরত প্রাপ্তরা হলেন সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার পদমপাল এলাকার অনন্ত কুমার ভৌমিক (২৮), তার স্ত্রী চৈতি রানী (২৩) এবং তাদের তিন বছর বয়সী শিশু অরন্য কুমার ভৌমিক।
বিজিবির পক্ষে নেতৃত্ব দেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের বাংলাবান্ধা কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল খালেক, আর বিএসএফের পক্ষে ছিলেন ফুলবাড়ী কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর অরবিন পাঠান। দুই বাহিনীর পাঁচজন করে সদস্য উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্রে জানা যায়, এক বছর আগে তিন বাংলাদেশী অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিল। পরে বিএসএফ তাদের ঠিকানা ও মোবাইল নম্বর শেয়ার করে ফেরত নেওয়ার অনুরোধ করে। জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে বাংলাদেশী নাগরিক হওয়া নিশ্চিত হলে পতাকা বৈঠকের মাধ্যমে তারা বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
পরে বিজিবি তাদের তেঁতুলিয়া মডেল থানায় জিডি মূলে হস্তান্তর করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানিয়েছেন, আইন অনুযায়ী প্রক্রিয়া শেষে তিনজনকে তাদের আত্মীয়দের (মা ও বোন) কাছে হস্তান্তর করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

