দেশের সর্ববৃহত্তম স্থলবন্দর বেনাপোল এ অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ ও আগুন নেভানোর কৌশল নিয়ে মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর ২০২৫) বেলা সাড়ে ১০টায় বেনাপোল স্থলবন্দরের ১ নম্বর শেডের সামনে এ মহড়ার আয়োজন করা হয়।
মহড়ার উদ্বোধন করেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক মোঃ শামীম হোসেন। এতে বন্দরের শ্রমিক, সিকিউরিটি সদস্য, আনসার ও সংশ্লিষ্টরা অগ্নিকান্ডের সময় তাৎক্ষণিক উদ্ধারকাজ এবং আগুন নিয়ন্ত্রণের প্রশিক্ষণ গ্রহণ করেন।
পরিচালক শামীম হোসেন বলেন, “ঢাকা বিমানবন্দরের অগ্নিকান্ডের পর বেনাপোলে আরও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। বন্দরে ৭ জন প্রশিক্ষণপ্রাপ্ত ফায়ার ফাইটার সার্বক্ষণিক দায়িত্বে রয়েছেন। শ্রমিক, ট্রাকচালক ও সিএন্ডএফ এজেন্টদেরও নিয়মিত সতর্ক করা হচ্ছে।”
বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শহিদ আলী বলেন, “শ্রমিক ও আগন্তুকদের সিগারেট, দিয়াশলাই বা আগুনসৃষ্টিকারী কোনো বস্তু নিয়ে প্রবেশ না করতে দেওয়া আমাদের মূল লক্ষ্য। নিরাপদ ও অগ্নিমুক্ত বন্দর নিশ্চিত করা অন্যতম অগ্রাধিকার।”
মহড়ায় উপস্থিত ছিলেন বন্দরের উপ-পরিচালক সজীব নাজির, ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর বায়েজিদ বোস্তামি সহ অন্যান্য কর্মকর্তা, শ্রমিক ও বন্দর ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলো।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

