জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদারীপুরের শিবচরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতা-কর্মী ধানের শীষ, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে যোগ দেন।
রোববার (৯ নভেম্বর) বিকেলে শিবচর উপজেলা একাত্তর চত্তর থেকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকি লাবলু এর নেতৃত্বে ৭১ চত্তরে অনুষ্ঠিত র্যালি ও সভা শেষ হয় স্বাধীনতা চত্তরে।
সমাবেশে বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং সাজ্জাদ হোসেন সিদ্দিকি লাবলুকে মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন প্রদানের দাবি জানান।
সাজ্জাদ হোসেন লাবলু বলেন, “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গণতন্ত্র রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ হবো। দলের দুঃসময় আমি সবসময় জনগণের পাশে ছিলাম এবং দলের সাথে কখনো বেইমানি করিনি। জনগণ আমাকে ভালোবাসে, তাই আমি তাদের সাথে আছি এবং থাকবো।”
তিনি আরও বলেন, “৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন, যেদিন সৈনিক ও জনতার ঐক্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পক্ষে অবস্থান নিয়েছিল। সেই বিপ্লবী চেতনা ধারণ করে দেশনায়ক তারেক রহমান এর নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমাদের সকলে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
সমাবেশে উপস্থিত ছিলেন শিবচর পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসতিয়াক চৌধুরী তুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান মিলন, সদস্য সচিব মনজিল রহমান সিহাব, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ তুরাগ, সদস্য সচিব সাইদুর রহমান বেপারী সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

