যশোর-৬ (কেশবপুর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলী ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
রোববার (৯ নভেম্বর) বিকেলে কেশবপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি সাধারণ মানুষের মাঝে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ব্যবসায়ী, পেশাজীবী, পথচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রতীক ‘দাঁড়িপাল্লায়’ ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন—ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক সাইদুর রহমান সাইদ, পৌর জামায়াতে ইসলামীর আমির প্রভাষক জাকির হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক তবিবুর রহমান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কৃষিবিদ তাজাম্মুল ইসলাম দিপুসহ অন্যান্য দলীয় নেতাকর্মী।
অধ্যাপক মোক্তার আলী বলেন, “আমরা শান্তি, ন্যায় ও উন্নয়নের রাজনীতি করি। জনগণ পরিবর্তন চায়—আর সেই পরিবর্তনের জন্য দাঁড়িপাল্লা প্রতীকই হতে পারে সঠিক বিকল্প।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

