মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর যুব মজলিসের কমিটি গঠন উপলক্ষে কাউন্সিল ২০২৫ রবিবার (৯ নভেম্বর) বিকেলে শ্রীমঙ্গল শহরস্থ যুব মজলিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল এহসান বিন মুজাহির।
কাউন্সিলে ২০২৫-২৬ সাংগঠনিক সেশনের জন্য মাহমুদুল হাসান নাঈমকে পৌর শাখার সভাপতি ও শেখ সাদিকে সেক্রেটারি করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
পৌর কমিটি ঘোষণা করেন ইসলামী যুব মজলিসের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মুস্তাকিম আল মুনতাজ তালুকদার।
পৌর কমিটির সহসভাপতি মনোনীত হয়েছেন উমর ফারুক, সহসেক্রেটারি হিফজুর রহমান সাদি, সাংগঠনিক সম্পাদক জুম্মান আহমদ, বায়তুলমাল সম্পাদক মোয়াজ্জেম হোসেন রাহি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াসিন আরাফাত মুন্না, অফিস সম্পাদক মাসুদ আহমেদ এবং নির্বাহী সদস্য সাজিদুর রহমান।
নবনির্বাচিত উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদককে শপথবাক্য পাঠ করান সংগঠনের ইসলামী যুব মজলিসের জেলা সভাপতি এহসান বিন মুজাহির।
কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিসের শ্রীমঙ্গল উপজেলা সেক্রেটারি কাজী মাওলানা শিহাব উদ্দিন, জেলা যুব মজলিসের প্রকাশনা সম্পাদক খালিদ সাইফুল্লাহ, উপজেলা সেক্রেটারি সাদিকুর রহমান প্রমুখ।
পৌর শাখার নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান নাঈমের সভাপতিত্বে ও সেক্রেটারি শেখ সাদীর সঞ্চালনায় কাউন্সিল ও যুব সমাবেশে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস, ছাত্র মজলিস ও যুব মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

