নওগাঁর মান্দা উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি শিশু ও প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। সরকারের জাতীয় ইপিআই কর্মসূচির আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রথম ধাপে দুই সপ্তাহব্যাপী ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ হাজার শিক্ষার্থীর মধ্যে ৫০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। পাশাপাশি দ্বিতীয় ধাপে গত এক সপ্তাহে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ২৫ হাজার শিক্ষার্থীর মধ্যে আরও ১৫ হাজার শিশুকে টিকার আওতায় আনা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাঃ আনোয়ারুল ইসলাম বলেন, “টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের উদ্যোগে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন চলছে। ২০২৫ সালের ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশুকে এক ডোজ করে টিকা দেওয়া হচ্ছে।”
সারা দেশের ন্যায় মান্দা উপজেলাতেও বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। এসময় উপস্থিত ছিলেন মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু রায়হান আশেকীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাঃ আনোয়ারুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
স্থানীয় অভিভাবকরা জানান, বিনামূল্যে টিকা পাওয়ায় তারা সন্তুষ্ট। এতে শিশুরা টাইফয়েডসহ পানিবাহিত রোগ থেকে সুরক্ষিত থাকবে বলে তারা আশা করছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

