ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ শহীদ মুক্তিযুদ্ধাদের নবনির্মিত বধ্যভূমি স্মৃতিস্তম্ভের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) সকালে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের পাশে এ বধ্যভূমি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোশারফ হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সায়েদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ নান্নু মিয়া, মুক্তিযোদ্ধা আসব আলীর সন্তান ও সাংস্কৃতিক কর্মী শাহিনুর মৃধা, শহীদ মুক্তিযোদ্ধা আবদুল-এর পরিবারের সদস্য সাংবাদিক মোহাম্মদ মাসুদ।
প্রসঙ্গ, ১৯৭১ সালের ৬ অক্টোবর সরাইল থানা শান্তিকমিটির আহ্বায়ক মুসলিম লীগ নেতা আবদুল মন্নাফ ঠাকুর ও তাঁর দোসর পাকিস্তানি সেনা কর্মকর্তা (ক্যাপ্টেন) রহমান খানসহ কয়েকজন সেনাকে কালিকচ্ছ বাজারের উত্তর পাশে মুক্তিযোদ্ধারা হত্যা করে অস্ত্র-শস্ত্র জব্দ করেন। এর প্রতিশোধ নিতে পাকিস্তানি সেনারা স্থানীয় রাজাকারদের সহযোগিতায় মুক্তিযুদ্ধের শেষ দিকে (১৮ অক্টোবর) ৪৬ জনকে হত্যা করে এ স্থানে। স্থানটি ধর্মতীর্থ নৌঘাট বধ্যভূমি হিসেবে চিহ্নিত করা হয়। কয়েক বছর আগে সরকার সারা দেশের বধ্যভূমি চিহ্নিত করে তা সংরক্ষণের উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে স্থানীয় মুক্তিযোদ্ধারা ধর্মতীর্থ বধ্যভূমিটি চিহ্নিত করেন। এটি ধর্মতীর্থ গণহত্যা নামে পরিচিত।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

