লক্ষ্মীপুর ১০০ শয্যা সদর হাসপাতালের শূন্যপদে চিকিৎসক ও জনবল নিয়োগ, হাসপাতালকে দালালমুক্ত করাসহ পাঁচটি দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রবিবার (৯ নভেম্বর) সকাল ১১টায় হাসপাতালের সামনে মানববন্ধন, দোয়া মাহফিল এবং জিলাপি বিতরণ কর্মসূচি পালন করেছে।
স্বেচ্ছাসেবীরা অভিযোগ করেছেন, হাসপাতালের সার্জারি, নাক-কান-গলা, চক্ষু, স্কিনসহ পাঁচটি বিভাগে কোনো চিকিৎসক নেই। হাসপাতালের ৫৯টি পদ শূন্য রয়েছে। পরীক্ষামূলক যন্ত্রপাতির বেশির ভাগই নষ্ট, মেরামত বা পুনঃক্রয় করা হচ্ছে না। এছাড়া হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা বা দালাল অপসারণের কোনো উদ্যোগ নেই। রাতের বেলায় হাসপাতাল ভবনের পাশে মাদকসেবীদের আখড়া গড়ে ওঠে।
স্থানীয়রা জানিয়েছেন, বিষয়টি নিয়ে জেলা সিভিল সার্জন আবু হাসান শাহীনকে একাধিকবার অভিযোগ করার পরও কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।
মানববন্ধন ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন—লব্ধ’র প্রতিষ্ঠাতা মো. ফারাজ রানা,সিসিএস কো-অর্ডিনেটর আবুল হাসান সোহেল,নিরাপদ সড়ক আন্দোলনের জেলা আহ্বায়ক একেএম তুষার আহমেদ,ব্লাড ফর বাংলাদেশের সভাপতি ফিরোজ মাহমুদ,বন্ধু ব্লাড ডোনেট ক্লাবের সমন্বয়ক ইসমাইল হোসেন রাসেল,ভবানীগঞ্জ ব্লাড ডোনেট ক্লাবের রাসেল মাহামুদ প্রমুখ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

