AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কমলগঞ্জে সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থীর শুভেচ্ছা বিনিময়


Ekushey Sangbad
পারভেজ আহমেদ, কমলগঞ্জ, মৌলভীবাজার
০৭:৫৩ পিএম, ৯ নভেম্বর, ২০২৫

কমলগঞ্জে সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থীর শুভেচ্ছা বিনিময়

মৌলভীবাজারের কমলগঞ্জে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

রোববার (৯ নভেম্বর) দুপুরে কমলগঞ্জ প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি এবং উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান ইসলাম শাওন, এবং সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম ও নির্মল এস. পলাশ যৌথভাবে সঞ্চালনা করেন। বক্তব্য রাখেন—কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: আবুল হোসেন,প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশ্বজিদ রায়, এম. এ. ওয়াহিদ রুলু, প্রনীত রঞ্জন দেবনাথ, শাব্বির এলাহী, মো. আব্দুল আহাদ, সালাউদ্দিন শুভ, জালাল চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্যে হাজী মুজিব বলেন, "মুক্ত গণমাধ্যমের ভূমিকায় অটুট থেকে সংবাদকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। বিএনপি সবসময় জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছে। জনগণই ক্ষমতার প্রকৃত মালিক। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষের বিজয় নিশ্চিত। এই লক্ষ্য অর্জনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

তিনি আরও বলেন, "সাংবাদিকরা যদি নিরপেক্ষভাবে সত্য তুলে ধরেন, তবে গণতন্ত্র শক্তিশালী হবে এবং মানুষের আস্থা ফিরে আসবে। আমাদের রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয়; এটি জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই।"

শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। উন্নয়ন ও কর্মসংস্থানের ভারসাম্য ফিরিয়ে আনাই আমার অঙ্গীকার, মন্তব্যে তিনি এ কথাও উল্লেখ করেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!