ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে দাওয়া-পাল্টা দাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে পৌর শহরের ধান মহাল ও পাটবাজার এলাকায় সংঘর্ষের কারণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।শহরের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং জনজীবন স্থবির হয়ে পড়ে।
জানা যায়, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইন দলীয় প্রতীক ধানের শীষে মনোনয়ন পান। অপরদিকে গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণও মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু তাকে মনোনয়ন না দেওয়ায় তার অনুসারীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। কয়েকদিন ধরে এ নিয়ে উত্তেজনা বিরাজ করছিল।
রবিবার বিকাল ৩টায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গোলকপুর কলেজ মাঠে সভা আহ্বান করেন মনোনয়নপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইনের অনুসারীরা। প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইন।
অন্যদিকে একই দিন মনোনয়ন বঞ্চিত আহাম্মদ তায়েবুর রহমানের সমর্থকরা উপজেলা ও পৌর মহিলা দলের উদ্যোগে ধান মহালে পৃথক সভার আয়োজন করেন। এতে প্রধান অতিথি ছিলেন আহাম্মদ তায়েবুর রহমান হিরণ।
বিকাল ৪টার দিকে ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইন ঢাকা থেকে গৌরীপুরে এসে সভাস্থলে যাওয়ার পথে পাটবাজার মোড়ে পৌঁছালে দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে, দুই পক্ষের মধ্যে দাওয়া-পাল্টা দাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে ধান মহাল ও পাটবাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, দোকানপাট বন্ধ হয়ে যায় এবং জনসাধারণ ছুটে পালায়।
ঘটনার পর দুটি পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। অভিযোগ রয়েছে—নেতাকর্মীসহ মহিলা কর্মী আহত হয়েছেন। কয়েকজন মহিলা অভিযোগ করেন, এ সময় তাদের সন্তানরা হারিয়ে গেছে। সংঘর্ষের পর শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ শহরে টহল দিচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

