AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

র‌্যাবের পৃথক অভিযানে হত্যা ও মাদক মামলার চার আসামী গ্রেফতার



র‌্যাবের পৃথক অভিযানে হত্যা ও মাদক মামলার চার আসামী গ্রেফতার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)–১৪, জামালপুর ক্যাম্প (সিপিসি-১) কর্তৃক পরিচালিত তিনটি পৃথক অভিযানে হত্যা ও মাদক মামলার চারজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে তিনজন মাদক মামলার আসামী এবং একজন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।

র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ অক্টোবর বিকেলে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের বনগাঁও পশ্চিমপাড়া এলাকার তিনানী–ঝিনাইগাতী সড়কের পাশে অভিযান চালিয়ে মাদক কারবারি মো. আলমগীর (২৩) ও মো. রিপন (১৮)–কে ১২ বোতল বিদেশি মদসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৭২ হাজার টাকা।

অপরদিকে, একই দিন রাতে গাজীপুরে যৌথ অভিযানে গাজীপুর জেলার বাসন থানার হারিকেন এলাকা থেকে শেরপুর জেলার নালিতাবাড়ী থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মো. রাকিব ওরফে ডিপজল (২০)–কে গ্রেফতার করা হয়।

এরপর ১৭ অক্টোবর রাতে র‌্যাব-৩ ও র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে জামালপুর জেলার ইসলামপুর থানার কৃষ্ণনগর এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. মজিবুর রহমান ওরফে সেলিম (৪৫)–কে গ্রেফতার করা হয়। তিনি জামালপুর জেলার ইসলামপুর থানার কৃষ্ণনগর কাঠমা পূর্বপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে।

গ্রেফতারকৃত চার আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!