ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের সহরবানু উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে শুক্রবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ক্যাম্প।
এই মানবিক উদ্যোগের আয়োজন করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি ও গৌরীপুর উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ডা. মো. আবদুস সেলিম।
সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ ক্যাম্পে ময়মনসিংহ মেডিকেল কলেজের ২১ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। গাইনী, মেডিসিন, হাড়ভাঙা ও জোড়া, নাক-কান-গলা, হৃদরোগ, নিউরোলজি, যৌন ও চর্মরোগ, শিশু ও ডায়াবেটিসসহ বিভিন্ন বিভাগের রোগীরা চিকিৎসা সেবা গ্রহণ করেন।
দিনব্যাপী এ ক্যাম্পে সহস্রাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়েছেন। সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণ জনসমাগমে মুখর ছিল। স্থানীয়রা এই উদ্যোগকে ‘মানবিক উদ্যোগ’ হিসেবে আখ্যায়িত করেছেন।
আয়োজক ডা. মো. আবদুস সেলিম বলেন, “গৌরীপুর একটি অবহেলিত জনপদ। গত ১৭ বছরে এখানে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। রাস্তা, ব্রিজ ও কালভার্টগুলোও অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। আমি চাই, গৌরীপুরবাসী স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে ন্যায্য সুযোগ পাবে।”
তিনি আরও বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই রাজনীতির মূল লক্ষ্য। তাই গৌরীপুরবাসীর স্বাস্থ্যসেবায় কিছুটা অবদান রাখতে এই বিনামূল্যের চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছি।”
স্থানীয়রা জানিয়েছেন, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে সাধারণ মানুষের দৈনন্দিন কষ্ট অনেকটাই লাঘব হবে।
একুশে সংবাদ/এ.জে