‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে মওলানা ভাসানী সেতু এলাকায় বিএনপির একাংশের উদ্যোগে গণসমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলা তিস্তা নদী রক্ষা আন্দোলনকারীদের আয়োজনে এবং রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর আহ্বানে এ কর্মসূচি পালিত হয়।
গণমিছিলটি মওলানা ভাসানী সেতুর দক্ষিণপ্রান্ত থেকে শুরু হয়ে উত্তরপ্রান্ত পর্যন্ত গিয়ে আবার দক্ষিণপ্রান্তে ফিরে এসে গণসমাবেশে রূপ নেয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামানিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশেক আলী বিএসসি, মুছা কালিমুল্লাহ, মতিয়ার পারভেজ, আসাদুজ্জামান খন্দকার মাসুম, আবু তাহের, এফ.আই. জাহাঙ্গীর মণ্ডল, শাহাদৎ হোসেন সেলিম, আব্দুল লতিফ, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহমান, কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার দুল্ল, ওলামা দলের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, তাতী দলের আহ্বায়ক রাশেদুল খন্দকার, সদস্য সচিব ফিরোজ কবির প্রমুখ।
বক্তারা বলেন, উত্তর জনপদের মানুষের অর্থনৈতিক উন্নয়নের একমাত্র উপায় হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। অবিলম্বে অন্তর্বর্তী সরকারের উচিত এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া। তারা চলতি বছরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি জানান।
গণসমাবেশে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ/এ.জে