AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হার্টে ছিদ্র,চিকিৎসা ব্যয় ৬ লাখ টাকা, বাঁচতে চায় আব্দুল্লাহ


Ekushey Sangbad
আব্দুল্লাহ সউদ, কালাই, জয়পুরহাট
০৬:২৩ পিএম, ১০ অক্টোবর, ২০২৫

হার্টে ছিদ্র,চিকিৎসা ব্যয় ৬ লাখ টাকা, বাঁচতে চায় আব্দুল্লাহ

"আমার ছেলেটা বাঁচতে চায়, কিন্তু আমরা তো অসহায়! এত টাকা পাব কোথায়?" বুকভাঙা কান্নায় এই কথাগুলো বলেন আবদুল্লাহর বাবা হাসান। জয়পুরহাট জেলার কালাই উপজেলার পূর্ব কৃষ্টপুর (হরিপুর) গ্রামের ৮ বছর বয়সী শিশু আবদুল্লাহ জন্ম থেকেই হৃদরোগে আক্রান্ত। তার ছোট্ট হৃদয়ে রয়েছে দুটি ছিদ্র। এখনই জরুরি অপারেশন না হলে তার জীবন ঝুঁকির মুখে পড়বে।চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী,ছেলেকে বাঁচাতে হলে দ্রুত সার্জারি করানো প্রয়োজন আর এই চিকিৎসার খরচ প্রায় ৪ থেকে ৬ লাখ টাকা প্রয়োজন,যা এই দরিদ্র পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়।

আব্দুল্লাহর বাবা মো. হাসান একজন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য। তিনি সিরাজগঞ্জে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানিতে স্বল্প বেতনের একটি চাকরি করেন। সংসারে রয়েছেন স্ত্রী,সন্তান, মা ও বাবা।তার আয়ে চলে স্ত্রী,সন্তান,বৃদ্ধ মা ও বাবার খরচ। সেই আয়ে একটি বড় ধরনের হার্ট অপারেশনের ব্যয় বহন করা তাদের পক্ষে একেবারেই অসম্ভব।

ছোট্ট আবদুল্লাহর দিন কাটে দুঃসহ যন্ত্রণায়। বুক ধড়ফড় করে,নিঃশ্বাসে কষ্ট হয়,খেতে পারে না স্বাভাবিকভাবে,রাতে ঘুমাতে পারে না।খেলাধুলার বয়সে সে পড়ে থাকে বিছানায়। অপুষ্ট শরীর, দুর্বল দেহ আর চোখভরা কান্না যেনো এক অব্যক্ত যন্ত্রণা।অসহায় মা-বাবা কিছুই করতে পারেন না, শুধু চোখের জলে ভাসেন।

আবদুল্লাহর বাবা হাসান জানান,প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ফয়সাল ফারুখ এবং পরে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সন্তোষ কুমার সাহা তার ছেলেকে পরীক্ষা করেন। তারা নিশ্চিত করেছেন যে, আবদুল্লাহর হৃদয়ে দুটি ছিদ্র রয়েছে এবং অবস্থা দিন দিন জটিল হয়ে উঠছে। জরুরি ভিত্তিতে সার্জারি না করলে শিশুটিকে আর বাঁচানো সম্ভব যাবে না বলেও সতর্ক করেছেন চিকিৎসকরা।

শিশুটির বাবা আরো জানান, ছেলেটার জন্মের পর থেকেই ওর হার্টে সমস্যা। অনেক চিকিৎসা করেছি,যা ছিল সব শেষ। এখন ডাক্তাররা বলছে অপারেশন করতে হবে,নইলে ছেলেটাকে আর বাঁচানো যাবে না। কিন্তু এত টাকা কোথায় পাব? আমি দেশবাসীর কাছে হাতজোড় করে অনুরোধ করছি,কেউ যদি পাশে দাঁড়ান,তাহলে আমার ছেলেটা হয়তো বেঁচে যাবে।

গ্রামের মানুষজনও আবদুল্লাহর জন্য কষ্ট পাচ্ছেন। প্রতিবেশী মোয়াজ্জেম ও ছাইদুর বলেন, শিশুটির পরিবার খুবই অসহায়। নিজেরাও যতটুকু সম্ভব সাহায্য করছেন,তবে অপারেশনের খরচ জোগাড় করা এ পরিবারের একার পক্ষে অসম্ভব। তারাও দেশবাসীর কাছে অনুরোধ করেছেন—ছোট্ট এই শিশুটির জীবন বাঁচাতে যেন সবাই একসাথে এগিয়ে আসেন।

কালাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজমা বেগম জানান,শিশুটির বাবা-মা ইতিমধ্যে অফিসে যোগাযোগ করেছেন। তিনি তাদের সরকারি অনুদানের জন্য অনলাইনে আবেদন করতে বলেছেন। তবে এই দীর্ঘ প্রক্রিয়ার বাইরে দ্রুত চিকিৎসার জন্য প্রয়োজন সমাজের সহানুভূতি ও সাহায্য।

আজ আবদুল্লাহর পরিবার শুধু একটা আশার দিকেই তাকিয়ে! মানবতার জয় হোক,আর একটি শিশুর জীবন ফিরে পাক তার হারানো হাসি।সেই আশায় বুক বাঁধছেন তারা।

সাহায্য পাঠাতে ইচ্ছুক ব্যক্তিরা আবদুল্লাহর বাবার ব্যাংক অ্যাকাউন্টে অথবা বিকাশ নম্বরে অর্থ সহায়তা পাঠাতে পারেন।ব্যাংক অ্যাকাউন্ট: মো. হাসান, ২৬৮১০৩০০০১৭৫৬, ডাচ বাংলা ব্যাংক, নাটোর শাখা।বিকাশ নম্বর: ০১৭৩৮৫৪৩১৩২ (পার্সোনাল), মো. হাসান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!