নেত্রকোনার মদনে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে তিন সাংবাদিকের বিরুদ্ধে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে জাহাঙ্গীরপুর-দেওয়ান বাজার সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা এতে অংশ নেন।
পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন— উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের, জামায়াতে ইসলামী মদন উপজেলা শাখার নায়েবে আমির ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরু, পৌর যুবদল সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা যুবদল নেতা অলি প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, জাহাঙ্গীরপুর ফাজিল মাদরাসা সড়কের উন্নয়ন প্রকল্পের ঠিকাদারের কাছে সাংবাদিক নিজাম তালুকদার, ফয়েজ আহমেদ হৃদয় ও তোফাজ্জল হোসেন চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা সংবাদ প্রকাশ করে উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্ত করছেন।
বক্তারা অভিযুক্ত তিন সাংবাদিকের প্রেসক্লাব থেকে বহিষ্কার ও সদস্যপদ বাতিলের দাবি জানান।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের বলেন, “ফয়েজ আহমেদ হৃদয়, নিজাম তালুকদার ও তোফাজ্জল হোসেন ঠিকাদারের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না পেয়ে তারা মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। আমরা তাদের প্রেসক্লাব থেকে বহিষ্কারের দাবি জানাই, অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ বলেন, “ঠিকাদারকে হয়রানি বন্ধের অনুরোধ করার পরও তারা মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।”
উপজেলা বিএনপির সভাপতি ও চানগাঁও ইউপি চেয়ারম্যান নূরুল আলম তালুকদার বলেন, “তিন সাংবাদিক চাঁদা না পেয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করেছেন। প্রেসক্লাবের সদস্যপদ বাতিল করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন।
একুশে সংবাদ/এ.জে