নওগাঁর পত্নীতলায় জাকের পার্টির উদ্যোগে জনসভা ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার পাটিচরা ইউনিয়নের জিয়াবাজার (আমবাটি মোড়ে) এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা জাকের পার্টির সভাপতি দেলোয়ার হোসেন (ডাবলু)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্নীতলা উপজেলা জাকের পার্টির সভাপতি নুরুল ইসলাম এবং সঞ্চালনা করেন জেলা জাকের পার্টির প্রচার সম্পাদক রবি রায়হান।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক আলাল হোসেন, জেলা সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, নওগাঁ-২ (পত্নীতলা–ধামইরহাট) আসনের জাকের পার্টির এমপি মনোনয়নপ্রত্যাশী ও জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি কৃষিবিদ রেজুয়ান ফারুক, কেন্দ্রীয় ছাত্র ফ্রন্টের সদস্য ও বগুড়া সাংগঠনিক বিভাগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জেলা যুব ফ্রন্টের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, “দেশ ও জাতির শান্তি প্রতিষ্ঠায় জাকের পার্টির বিকল্প নেই। গোলাপ ফুল মানবতার শান্তি ও ভালোবাসার প্রতীক হিসেবে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। ইসলামের সুমহান আদর্শ মেনে অনিয়ম-অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তারা আরও বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টিকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে এবং জনগণের ভালোবাসায় সংসদে প্রতিনিধিত্ব করতে হবে।
সমাবেশে নওগাঁ জেলা ও পত্নীতলা উপজেলা জাকের পার্টির বিভিন্ন অঙ্গ-সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে