গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির নেতা মোহাম্মদ আলী শেখ।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার দিগনগর ইউনিয়নের কানুড়িয়া গ্রামে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। তিনি মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোহাম্মদ আলী শেখ বলেন,
“আমি মোহাম্মদ আলী শেখ, পিতা মৃত তোরফান উদ্দিন শেখ। অতীতে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকায় মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে আমার নাম অন্তর্ভুক্ত ছিল। কিন্তু বর্তমান আওয়ামী লীগের দেশবিরোধী ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড আমার নীতি ও আদর্শের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় আমি আজ থেকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ সকল প্রকার কার্যক্রম থেকে অব্যাহতি নিচ্ছি।”
তিনি আরও বলেন, “আজকের পর থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমি দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব।”
স্থানীয়ভাবে তার এ পদত্যাগকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে।
একুশে সংবাদ/এ.জে