জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কর্মী ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ৩নং ডোয়াইল ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল আওয়াল, অর্থ সম্পাদক আছাদুজ্জামান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লিকু, দপ্তর সম্পাদক প্রভাষক খায়রুল আলম শ্যামল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, “স্বৈরাচারী শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে কথা বলায় তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গৃহবন্দি করা হয়, পরে মিথ্যা মামলায় কারাবন্দি রাখা হয়।”
তিনি আরও বলেন, দলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করতে হবে।
একুশে সংবাদ/এ.জে