AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অর্থনৈতিক সম্ভাবনা বাড়াচ্ছে ভেষজ গুণে ভরপুর আমলকী চাষে


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
০১:১১ পিএম, ১০ অক্টোবর, ২০২৫

অর্থনৈতিক সম্ভাবনা বাড়াচ্ছে ভেষজ গুণে ভরপুর আমলকী চাষে

ভেষজ গুণে ভরপুর আমলকী। গাজীপুরের কালীগঞ্জে আমলকীর বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে। অর্থনৈতিক সম্ভাবনা বাড়াচ্ছে আমলকী চাষ, আর বাজারেও রয়েছে এর ব্যাপক চাহিদা। এ অঞ্চলের গ্রামীণ এলাকায় শীতের আগেই বাজারে আমলকীর সমাহার দেখা গেছে। ভেষজ ও ঔষধিগুণে সমৃদ্ধ হওয়ায় সাম্প্রতিক সময়ে আমলকীর চাহিদা বেড়েছে কয়েকগুণ।

উপজেলার স্থানীয় হাট-বাজারে কাঁচা আমলকী ছাড়াও শুকনো আমলকী, আচার, মোরব্বা ও গুঁড়া আকারে বিক্রি হচ্ছে। বাজারে প্রতি কেজি কাঁচা আমলকী ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে, আর শুকনো আমলকীর দাম আরও বেশি। ভেষজ কোম্পানিগুলো পাইকারি হারে গ্রামাঞ্চল থেকে আমলকী সংগ্রহ করছে। উপজেলার উত্তরাঞ্চলে প্রায় ৩০ বিঘা জমিতে আমলকীর চাষ হয়েছে।

সরেজমিনে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের দেওতলা গ্রামের আমলকী বাগানের স্বত্বাধিকারী সেবক পাল জানান, তার ৫ বিঘা জমিতে প্রায় ২০০টি আমলকী গাছ রয়েছে। এবছর বাম্পার ফলন হয়েছে, বাজারে ভালো দামও পাচ্ছেন। তিনি বলেন, “সামান্য যত্ন নিলেই ভালো ফলন পাওয়া যায়। সরকার যদি সংরক্ষণ ও বিপণনে সহায়তা করে, তাহলে কৃষকরা আরও লাভবান হবেন।”

উপজেলা কৃষি সম্প্রসারণের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, “এ অঞ্চলে বর্তমানে ব্যাপক হারে আমলকীর চাষ হচ্ছে। গাছে তেমন পরিচর্যা দিতে হয় না। আমলকীর উৎপাদন ও আবাদ বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করা এবং সঠিক পরিচর্যা সম্পর্কে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।”

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মুস্তাক হোসেন প্রতিবেদককে বলেন, “আমলকীতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, লৌহ ও খনিজ পদার্থ রয়েছে। এটি হজমে সহায়ক, শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক ও চুলের জন্যও উপকারী।”

গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম খান মুঠোফোনে প্রতিবেদককে বলেন, “আমলকী একটি লাভজনক ফসল। রোগবালাইয়ের আক্রমণ কম হওয়ায় গাছে তেমন পরিচর্যা প্রয়োজন হয় না। সংরক্ষণ ও বিপণন ব্যবস্থার উন্নতি হলে আমলকী জাতীয়ভাবে রপ্তানি উপযোগী একটি সম্ভাবনাময় কৃষিপণ্য হয়ে উঠতে পারে। কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা কৃষকদের আমলকী চাষ সম্প্রসারণে উদ্বুদ্ধ করছেন এবং সঠিক পরিচর্যার পরামর্শ দিচ্ছেন।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!