বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই)-এর দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ২০২৫–২০২৭ মেয়াদের জন্য কার্যনির্বাহী কমিটির পরিচালক নির্বাচিত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
গত ৯ অক্টোবর (বৃহস্পতিবার) ঢাকার গুলশানে বিসিসিসিআই কার্যালয়ে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিসিসিআই-এর প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোসাম্মাত নারগিস মুরশিদা।
এ সময় নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ খোরশেদ আলমের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। প্রশাসক নারগিস মুরশিদা বলেন, “কঠিন সময়ে খোরশেদ আলম চেম্বারের পাশে ছিলেন। সদস্যদের ঐক্য ও সহযোগিতার কারণেই সভাপতি পদসহ ২৪ সদস্যের নির্বাহী কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।”
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটি সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে চেম্বারের লক্ষ্য ও ভিশন বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করে।
এর আগে, ৮ অক্টোবর বিসিসিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. সাইদ আলী ২০২৫–২০২৭ মেয়াদের জন্য ২৪ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির ফলাফল ঘোষণা করেন।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন:
সভাপতি: মোহাম্মদ খোরশেদ আলম
সিনিয়র সহ-সভাপতি: হান জিংচাও, এ. জেড. এম. আজিজুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি. এম. কামরুল ইসলাম
সহ-সভাপতি: মোহাম্মদ হাফিজুর রহমান খান, চাও চংচং, খন্দকার আতিকুর রহমান, মোহাম্মদ মাসুদ আলী খান
সাধারণ সম্পাদক: জামিলুর রহমান
যুগ্ম সাধারণ সম্পাদক: নাসিমা জাহান বিজলী (বিন্তি)
পরিচালক (প্রশাসন): তালুকদার মো. জাকারিয়া হোসেন
শিল্প ও বাণিজ্য পরিচালক: মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ
জনসংযোগ পরিচালক: মো. জিন্নাতুল ইসলাম
পরিচালকবৃন্দ: মো. আমানুর রহমান, মো. আবদুল্লাহ জাবের, সেলিমুজ্জামান সেলিম, এটিএম অলতাফ হোসেন (লোটাস), মো. কামরুজ্জামান, মোহাম্মদ আলাউদ্দিন আল-আজাদ ও এস. এম. মুস্তাফা জালাল।
সেলিমুজ্জামান সেলিম বিসিসিসিআই কার্যনির্বাহী কমিটির পরিচালক নির্বাচিত হওয়ায় মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী তাঁকে অভিনন্দন জানান।
এছাড়া মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শরিফুল রোমানও নবনির্বাচিত পরিচালক সেলিমুজ্জামান সেলিমকে শুভেচ্ছা জানিয়েছেন।
একুশে সংবাদ/এ.জে