AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লালপুরে যৌথ অভিযানে ১২ জন ইমো হ্যাকার আটক


Ekushey Sangbad
এস ইসলাম, লালপুর, নাটোর
০৯:০৯ পিএম, ৯ অক্টোবর, ২০২৫

লালপুরে যৌথ অভিযানে ১২ জন ইমো হ্যাকার আটক

নাটোরের লালপুরে যৌথ বাহিনীর অভিযানে ইমো প্রতারণায় জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ, ডিবি ও সেনাবাহিনী। অভিযানে তাদের কাছ থেকে ২০টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে, যা অনলাইন প্রতারণা ও জালিয়াতিতে ব্যবহৃত হচ্ছিল।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ২টা থেকে ৪টা পর্যন্ত উপজেলার বিলমারিয়া ও দুড়দুড়িয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন: নাজমুল হোসাইন (২৪), ওবায়দুর আলী (২৪), এখলাছ মন্ডল (২৩), রাজু আহমেদ (২২), মারুফ হোসেন (২৩), আরিফুল ইসলাম (৩০), রাসেল আহমেদ (২০), রুবেল সরদার (২৫), সোহাগ আলী (২৮), মুন আহমেদ (১৮), টুটুল আলী (১৭) ও আহমেদ আলী সাব্বির (১৭)।

অভিযান শেষে তাদের লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান, “আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!