গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামানকে মুকসুদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে মুকসুদপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া এবং সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম ক্রেস্টটি জেলা প্রশাসকের হাতে তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ, সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা, নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আমিরুল মোস্তফা এবং প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, শামসুল আরিফিন মুক্তা ও হুসাইন আহমদ কবিরসহ অন্যান্য সদস্যরা।
বক্তারা জেলা প্রশাসকের প্রশাসনিক দক্ষতা, মানবিকতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তাঁরা উল্লেখ করেন, জেলার সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে তার ভূমিকা অনুকরণীয়।
সম্মাননা গ্রহণের পর জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান সাংবাদিক সমাজের ভূমিকা প্রশংসা করে বলেন, “সাংবাদিকরা সঠিক সংবাদ পরিবেশন ও নৈতিক দায়িত্ব পালনের মাধ্যমে জাতির বিবেক হিসেবে কাজ করেন।” তিনি প্রশাসন ও গণমাধ্যমের সহযোগিতার মাধ্যমে উন্নয়ন ত্বরান্বিত হবে বলেও উল্লেখ করেন।
অনুষ্ঠানের শেষে জেলা প্রশাসকের দীর্ঘায়ু ও সাফল্যের জন্য দোয়া করা হয়।
একুশে সংবাদ/এ.জে