বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের দড়িকর গ্রামে ২০০ বছরের পুরনো যাতায়াতের পথ বন্ধ করে ঘর উত্তোলনের চেষ্টা ও প্রতিপক্ষের দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ৯টায় মানববন্ধনে অংশ নেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা জানান, সৈয়দ মনির হোসেনের স্ত্রী নুপুর বেগম রাস্তা আটকে রান্না ঘর নির্মাণ করতে চেষ্টা চালাচ্ছেন। বাধা দিলে তিনি মামলা দায়ের করেছেন। কিন্তু ঘটনার দিন তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। মানববন্ধনে অংশগ্রহণকারীরা মিথ্যা মামলার দ্রুত প্রত্যাহার এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এছাড়া বক্তারা উল্লেখ করেন, দড়িকর ও লস্করপুর গ্রামের এই রাস্তা শতবর্ষ ধরে স্থানীয়দের চলাচলের জন্য ব্যবহৃত হয়ে আসছে। স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীরা এই পথ ব্যবহার করেন। রাস্তা বন্ধ হলে তাদের দৈনন্দিন যাতায়াতে বিশাল অসুবিধা হবে।
স্থানীয় গণ্যমান্যরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে শত বছরের পুরানো এই পথ চলাচলের জন্য অব্যাহত থাকে। জমির মালিক মৃত মোঃ সুলতান হোসেন হাওলাদারের পরিবারও রাস্তাটি মানুষের চলাচলের জন্য রেখে দিতে আগ্রহী।
একুশে সংবাদ/এ.জে