২০২৬ সালের ফেব্রুয়ারীতে সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সক্রিয় গৌরীপুর বিএনপির মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থীরা এখন মাঠে।
অনুসন্ধানে দেখা গেছে আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে পারে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে অংশ নিতে ইতোমধ্যে ১৪৭ ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশীরা মাঠে নেমে পড়েছেন। ভোটারদের সঙ্গে যোগাযোগ, মতবিনিময় সভা ও গণসংযোগের মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করতে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা।
গৌরীপুর উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন, উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক, এবং উপজেলা বিএনপির সদস্য এডভোকেট নুরুল হক— এরা সবাই মনোনয়ন প্রত্যাশী। এছাড়াও মনোনয়নের প্রত্যাশায় মাঠে রয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক শামছু, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাবেক সিনিয়র সভাপতি ডা. মো. আবদুস সেলিম, এবং স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের কবি সেলিম বালা। এদের সবাই নিজ নিজভাবে নির্বাচনী এলাকায় সক্রিয় ভূমিকা রাখছেন এবং ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গৌরীপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা ব্যানার, পোস্টার ও প্যানা টানিয়ে নিজেদের পরিচিতি বাড়ানোর পাশাপাশি ভোটারদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছেন। ফলে এখন থেকেই নির্বাচনী আমেজ বইছে উপজেলার সর্বত্র।
সংশ্লিষ্ঠ সুত্রে জনা গেছে, গৌরীপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১,৭৯,৭৪৩ জন— যার মধ্যে পুরুষ ভোটার ৮৮,৬১৩ জন এবং মহিলা ভোটার ৯১,১৩০ জন। এবারই নতুন প্রজন্মের একটি বড় অংশ প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে, যা নির্বাচনী ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
স্থানীয় রাজনৈতিক মহলের মতে, মনোনয়ন যেই পান না কেন, বিএনপির শক্ত প্রার্থী নির্ধারণে এবার ব্যাপক প্রতিযোগিতা দেখা দিতে পারে। এদিকে, প্রার্থীদের তৎপরতায় গৌরীপুর এখন নির্বাচনী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
একুশে সংবাদ/এ.জে