ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের অংশ হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় যৌথ অভিযানে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ৮০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০টি চায়না দুয়ারী জব্দ করা হয়েছে। পরে এগুলো দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুধবার (৯ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পদ্মা নদীর সাত্তার মেম্বারের পাড়া, কলাবানসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মা ইলিশ ধরার উদ্দেশ্যে নদীতে ফেলে রাখা জাল ও দুয়ারী জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রাজবাড়ী জেলার সিনিয়র সহকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মকবুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট কৃষ্ণলাল দাস, দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা, এসআই মেহেদী হাসান অপূর্ব, বাংলাদেশ কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. শহিন আলম এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সরকার ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে দেশের সব নদ-নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরা, পরিবহন, বাজারজাতকরণ ও মজুত রাখা নিষিদ্ধ ঘোষণা করেছে।
একুশে সংবাদ/এ.জে