ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে যৌতুক না দেওয়ায় স্ত্রী লিমা বেগমকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর ) রাত ১১টার দিকে কাদিরের বসতঘরে এ হত্যার ঘটনা ঘটে। নিহতের মা নুরজাহান বেগম তার মেয়ে হত্যার অভিযোগ করেছেন জামাতা আবুল কালাম বয়াতির ছেলে কাদিরের বিরুদ্ধে।
নিহতের মা নুরজাহান বেগম জানান, তিন বছর আগে শরিয়াহ মোতাবেক কাদিরের সঙ্গে তার মেয়ে লিমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই কাদির যৌতুকের দাবি করে আসছিল। একাধিকবার তার চাওয়া অনুযায়ী টাকা পরিশোধ করা হলেও সম্প্রতি আবারও যৌতুক দাবি করেন কাদির। যৌতুক না পেয়ে তিনি লিমার ওপর অমানুষিক নির্যাতন চালান।
নুরজাহান বেগমের অভিযোগ, বুধবার রাতে কাদির তার মেয়েকে পিটিয়ে গুরুতর আহত করে ঘরে আটকিয়ে রাখেন। কিছু সময় পর তারা খবর পান লিমা মারা গেছে। খবর পেয়ে শশীভূষণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
নিহতের মা আরও জানান, দাফনের আগে গোসল করানোর সময় লিমার শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পান তারা। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলেও অভিযোগ করেন তিনি।
অন্যদিকে অভিযুক্ত কাদিরকে হত্যার ঘটনার বিষয়ে জানতে চাইলে তাকে পাওয়া যায়নি।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, “পোস্টমর্টেমের প্রতিবেদন পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/এ.জে