চুরি করে পালাতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে আকাশ হোসেন (১৬)। পরে তাকে উত্তম মাধ্যম দিয়ে মাথা ন্যাড়া করে পুলিশের হাতে সোপর্দ করেন স্থানীয়রা। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার রুদ্রপুর মাঠপাড়ায়। আকাশ ওই গ্রামের মিন্টু মালিতার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আকাশ কোটচাঁদপুর পৌরসভার রুদ্রপুর মাঠপাড়ার দুলাল হোসেনের বাড়িতে যায়। পরে বাড়ি থেকে কাঁথা, কাপড় ও মোবাইল ফোন চুরি করে পালানোর সময় দুলালের স্ত্রী দেখে “চোর চোর” বলে চিৎকার দেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ধাওয়া দিয়ে আকাশকে ধরে ফেলেন।
পরে তারা তাকে উত্তম মাধ্যম দিয়ে মাথা ন্যাড়া করে কোটচাঁদপুর মডেল থানায় সোপর্দ করেন।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, “ছেলেটি অপ্রাপ্তবয়স্ক। তাই তাকে সমাজসেবা অফিসে হস্তান্তর করা হয়েছে।”
একুশে সংবাদ/এ.জে