AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে কাচালং নদী থেকে অবৈধ কাঠ জব্দ



বাঘাইছড়িতে বিজিবির অভিযানে কাচালং নদী থেকে অবৈধ কাঠ জব্দ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাধীন মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় কাচালং নদীতে বিশেষ অভিযান চালিয়ে ২০১.১৮ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর ভারপ্রাপ্ত জোন কমান্ডারের নির্দেশনায় সহকারী পরিচালক মো. হাফিজুর রহমানের নেতৃত্বে একটি টহল দল মাষ্টারপাড়া সংলগ্ন কাচালং নদীতে এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে দেখা যায়, এলাকার কিছু অসাধু কাঠ ব্যবসায়ী চোরাচালানের উদ্দেশ্যে অভিনব কায়দায় নদীর পানির নিচে বিপুল পরিমাণ কাঠ ডুবিয়ে রেখেছিল। পরবর্তীতে বিজিবি টহল দল পানির নিচ থেকে গর্জন, কছ ও বাডি গাছের সর্বমোট ২০১.১৮ ঘনফুট কাঠ উদ্ধার করে। জব্দকৃত কাঠের আনুমানিক মূল্য ৪ লাখ ২ হাজার ৩৬০ টাকা।

মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম. শাহিনুর রহমান বলেন, “মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। চোরাচালান রোধে বিজিবি সর্বদা প্রস্তুত।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!