AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বনপাড়া পৌরশহরে কুকুরের আক্রমণে বৃদ্ধা গুরুতর আহত


Ekushey Sangbad
সুরুজ আলী, জেলা প্রতিনিধি, নাটোর
০৬:৩৭ পিএম, ৯ অক্টোবর, ২০২৫

বনপাড়া পৌরশহরে কুকুরের আক্রমণে বৃদ্ধা গুরুতর আহত

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরশহরে বেওয়ারিশ একদল কুকুরের আক্রমণে শুকজান খাতুন (৭৫) নামের এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। তিনি পৌরশহরের উপজেলা গেট সংলগ্ন মৃধাপাড়া মহল্লার মৃত খেদ আলীর স্ত্রী। গত মঙ্গলবার নিজ বাড়িতেই তিনি কুকুরের আক্রমণের শিকার হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুকজান খাতুন নিজ বাড়ির উঠানে সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। এসময় ২-৩টি ক্ষিপ্ত কুকুর এসে তার হাত-পায়ে কামড়ে মাংস ছিঁড়ে ফেলে এবং হাতের হাড় ভেঙে দেয়। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, কুকুর কামড়ের প্রতিষেধক রেবিস ভ্যাকসিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে নেই। তবে কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে।

বড়াইগ্রাম উপজেলা ও পৌর প্রশাসক লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, “বেওয়ারিশ কুকুর নিধন ও প্রতিরোধ কার্যক্রমের বিষয়টি মাসিক সভায় আলোচনা হয়েছে। এ বিষয়ে দ্রুত কার্যক্রম শুরু করা হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!