রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমানকে বিদায় জানিয়ে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন ও বিভিন্ন স্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সবাই আবেগঘন পরিবেশে ইউএনও নাহিদুর রহমানের দায়িত্বকালীন সময়ের কর্মদক্ষতা, জনসেবায় আন্তরিকতা এবং মানবিক আচরণের প্রশংসা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা অফিসার মো. কবির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, সমাজসেবা অফিসার রুহুল আমিন, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, ছোটভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেনসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
শেষে ইউএনও নাহিদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে বিদায় জানানো হয়। বক্তারা বলেন, তাঁর কর্মনিষ্ঠা, আন্তরিকতা ও সদালাপী আচরণ গোয়ালন্দের মানুষ দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
এর আগে ১৪ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ইউএনও মো. নাহিদুর রহমানকে বদলি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ও সিনিয়র সহকারী সচিব নাহিদুর রহমানকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপপরিচালক হিসেবে নতুন দায়িত্বে প্রেষণ করা হয়েছে। বৃহস্পতিবার ছিল তাঁর গোয়ালন্দে শেষ কর্মদিবস।
উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, নতুন কর্মস্থলেও ইউএনও নাহিদুর রহমান তার দক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে প্রশাসনিক সেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন।
একুশে সংবাদ/এ.জে